আজ থেকে অনলাইনে মেডিকেলে ভর্তি আবেদন শুরু | Online Registration of Medical in Bangladesh Open


আজ থেকে মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০টায় শুরু হয়ে ১৮ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আগামী ৪ অক্টোবর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনলাইন ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইট (http://dghs.teletalk.com.bd) অথবা স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) থেকে জানা যাবে।

আবেদনকারী শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, জেলা কোটার জন্য স্থানীয় সিটি করপোরেশন মেয়র/পৌরসভা চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ ওয়ার্ড কমিশনার প্রদত্ত সনদপত্র, দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চিফ ও জেলা প্রশাসকের সনদ এবং  অ-উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চিফ  বা জেলা প্রশাসকের প্রদত্ত সনদপত্র এবং অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্রপ্রধান ও সংশ্লিষ্ট ডেপুটি কমিশনারের সনদপত্র, মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে সনদপত্র আবেদনপত্রের সঙ্গে দিতে হবে।

উল্লেখ্য দেশের ২২টি সরকারি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা দুই হাজার ৮১১। আর ৫৩টি বেসরকারি মেডিক্যাল কলেজে আসন চার হাজার ২৪৫টি। এ ছাড়া নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিক্যাল কলেজগুলোর ডেন্টাল বিভাগে আসন সংখ্যা ৫৬৭।

ad test

Find Us on Facebook